বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাকেরগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ  

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বাকেরগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিজয় দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার গারুড়িয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমান শাওন ও জ্যৈষ্ঠ সদস্য মো. নাইম মৃধার পরিচালনায় জনসাধারণকে স্বাস্থ্যসেবা প্রদান করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আসমা ছিদ্দিকা এবং মেডিসিন, ডায়াবেটিকস, বাতব্যথা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম। 

স্বাস্থ্যসেবা প্রদানকালে এলাকার গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

টিএইচ